ইন্টার মিলানে নেইমার? গুঞ্জন উড়িয়ে দিল ক্লাব কর্তৃপক্ষ

বাংলার ২৪ ঘণ্টা ডেস্ক:
ইউরোপীয় ফুটবলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শোনা যাচ্ছিল, নেইমার নাকি ইতালির সিরি আ লিগে ফিরতে পারেন—এমনকি ইন্টার মিলানের সঙ্গে তার নামও জড়াচ্ছিল। তবে এই গুঞ্জনকে একেবারেই ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ইন্টার মিলানের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিও।
ইতালীয় দৈনিক কোরিয়েরে দেলো স্পোর্ট-কে দেওয়া সাক্ষাৎকারে আউসিলিও বলেন, “নেইমার? এটা সম্পূর্ণ আজগুবি কথা। তাকে নিয়ে ইন্টারে কোনো আলোচনা হয়নি, এমনকি আমাদের কাছে কেউ কোনো প্রস্তাবও দেয়নি। এগুলো নিছক গুজব। মৌসুম শুরু হয়েছে মাত্র দেড় মাস হলো। কেউ যদি ভাবে এখনই ক্লাবগুলো জানুয়ারির ট্রান্সফার নিয়ে আলোচনা করছে, তবে সেটা নিছক কল্পনা।”
তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, জানুয়ারির দলবদল উইন্ডোতে নেইমারের মতো বড় কোনো তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনা নেই ইন্টার মিলানের।
বর্তমানে নেইমার খেলছেন তার শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসে। সেখানে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই তিনবার ইনজুরিতে পড়েছেন তিনি। সর্বশেষ চোটের কারণে এখন মাঠের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান্তোস কর্তৃপক্ষ আশা করছে, নভেম্বরের মধ্যে তিনি ফিরবেন মাঠে।
নাপোলির সঙ্গেও নেইমারের নাম জড়িয়েছিল, তবে ক্লাবটির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। বিশেষজ্ঞদের মতে, ইউরোপে নেইমারের ফেরাটা এখন অনেকটাই নির্ভর করছে ফ্রি এজেন্ট হিসেবে তার অবস্থা ও বেতনসংক্রান্ত আলোচনার উপর। সাম্প্রতিক ইনজুরি ও অনিয়মিত পারফরম্যান্সের কারণে বড় ক্লাবগুলো আপাতত সতর্কই থাকছে।
ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক ও ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী এমারসন লেয়াও নেইমারের বর্তমান ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “নেইমার জানে মাঠে কী করতে হবে, কিন্তু তার শরীর এখন আর আগের মতো সাড়া দেয় না। সে আর আগের মতো অ্যাথলেট নয়। তবুও ২০২৬ সালের বিশ্বকাপের আগে ব্রাজিল দলে তার প্রয়োজনীয়তা এখনও আছে।”
নেইমারের ইউরোপে ফেরা এখনো অনিশ্চিত, তবে ফুটবলবিশ্বের আলোচনায় তিনি রয়েছেন আগের মতোই।