নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি কে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টা নড়াইল
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতে বিচারক রত্না সাহা।
রোববার (১৯ অক্টোবর) সকালে একটি নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ প্রদান করেন। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে মুক্তি কে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, কালিয়া থানায় শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৬,সেই মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে রবিবার সাবেক এমপি কে আদালতে হাজির করা হয়।
গত ১৪অক্টোবর দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। আদালত প্রাঙ্গণে এ সময় স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।