মেট্রোরেলে পাঁচ মিনিটের ফ্রি এক্সিট সুবিধা বাতিল

ঢাকা মেট্রোরেলে একটি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যার ফলে এখন থেকে কোনো যাত্রী কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পর যাত্রা না করেই যদি একই স্টেশন থেকে বেরিয়ে যান, তাহলে তার কাছ থেকে ১০০ টাকা ভাড়া কাটা হবে। এর আগে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না। এই নতুন নিয়ম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিষয়টি জানিয়ে মেট্রোরেলের স্টেশনগুলোতে নোটিশও টাঙানো হয়েছে। ডিএমটিসিএলের পক্ষ থেকে দেওয়া নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, একই স্টেশনে ‘বিনা ভাড়ায় এন্ট্রি, এক্সিট বন্ধ আছে’। একই স্টেশন থেকে প্রবেশ করে যদি কোনো যাত্রী আবার বেরিয়ে যান, তবে তার কাছ থেকে ১০০ টাকা ভাড়া কাটা হবে।
কারওয়ান বাজার স্টেশনের একজন কর্মকর্তা নতুন নিয়মটি নিশ্চিত করে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট বা এন্ট্রি নেওয়া যাবে না।
তবে, এই নতুন নিয়মের বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সাংবাদিকদের জানান যে, তিনি এই নিয়মের বিষয়ে অবগত নন। তিনি বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ চলছে বলেও জানান।
নতুন এই নিয়মের কারণে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। যাত্রীদের অনেকে প্রশ্ন তুলেছেন যে, কেউ যদি জরুরি প্রয়োজনে বা হঠাৎ অসুস্থ হয়ে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসেন, সেক্ষেত্রেও ১০০ টাকা ভাড়া কাটা ন্যায়সঙ্গত নয়। তাদের দাবি, ভাড়া ফাঁকি ঠেকাতে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে ১০০ টাকা নেওয়া অযৌক্তিক সিদ্ধান্ত।