কুড়িগ্রাম ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন পিলির গণসংযোগ

শাহাদত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
২৮ কুড়িগ্রাম ৪ আসনে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশি মমতা হোসেন লিপি প্রতিটি গ্রাম,হাটবাজার ও চরআঞ্চল এর সাধারন দিন মজুর থেকে শুরু করে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষে সাথে প্রতিনিয়তই, রৌমারী,রাজিবপুর ও চিলমারীতে গণসংযোগ এবং উঠন বৈঠক চালিয়ে যাচ্ছেন। মমতাজ হোসেন লিপি, রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেছেন। তার বাবা মুরহুম গোলাম হোসেন এমপি, ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৃত্যুবরণ করেন।
গোলাম হোসেন এমপি মারা গেলেও তার এবং পরিবারের সুনাম মানুষের অন্তরে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। গোলাম হোসেন এমপির ছোট ভাই রুহুল আমিন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য লাভ করেন। তারই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংষ্কৃতিক সম্পাদক মমতাজ হোসেন লিপিকে সংসদ সদস্য হিসাবে দেখতে চায় কুড়িগ্রাম ৪ আসনের সাধারণ ভোটাররা। মমতাজ হোসেন লিপি রাজনৈতিক পরিবার থেকে উঠে আশা নেত্রী জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
এবিষয় মমতাজ হোসেন লিপি বলেন পরিবারের ঐতিহ্য ধরে রাখতেই কুড়িগ্রাম চার আসনের রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়রে বামনের চর গ্রামের উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এক উঠন বৈঠকে তিনি বলেন।
আমি সাধারণ ভোটারদের দ্বারস্থ হচ্ছি আমার দল যদি আমাকে ধানের শীর্ষপ্রতিকে মনোনয়ন দেয় আল্লাহ তায়ালার রহমতে জনগণের ভোটে আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ।