ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক: উপদেষ্টা ফাওজুল কবির

ড্রাইভিং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া ও পদ্ধতিতে আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো প্রশিক্ষণের মান বৃদ্ধি করা। এর অংশ হিসেবে লাইসেন্স পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং এর জন্য সংশ্লিষ্ট অপ্রয়োজনীয় কমিটিগুলো বাতিল করা হবে।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় সড়ক দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে আয়োজিত এক আলোচনা সভায় উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, প্রশিক্ষণকালীন সময়ে চালকদের ভাতা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত এবং যানজট নিরসনে প্রশিক্ষিত ও দক্ষ চালকের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।
সড়ক পরিবহন উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চেষ্টা চলছে। লাইসেন্সের জন্য এই প্রশিক্ষণ বিআরটিসি এবং সেনাবাহিনীর বিভিন্ন মাধ্যমের সহায়তা নিয়েও দেওয়া হবে।
প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি আরও ব্যাখ্যা করেন, এই প্রশিক্ষণে সড়কের সাইন বোঝা এবং গাড়ি সঠিকভাবে নিয়ন্ত্রণ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, চালকদের শারীরিক সামর্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টও করা হবে। সম্ভব হলে আগামী মাসের মধ্যেই এই নতুন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফাওজুল কবির খান দুর্ঘটনা বৃদ্ধির দুটি প্রধান কারণের উপর আলোকপাত করেন। তিনি বলেন, প্রশিক্ষিত চালকের অভাবের পাশাপাশি ফিটনেসবিহীন গাড়িগুলোও দুর্ঘটনার অন্যতম কারণ। বর্তমানে ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে এবং এই প্রক্রিয়া আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন। মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে সচেতনতা সৃষ্টির জন্য আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের ঝুঁকি এড়াতে দশ হাজার হেলমেট বিতরণ করা হবে বলে জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী। এছাড়া সেতু সচিব মো. আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।