মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযানে প্রায় ২০ কোটি টাকার মালামাল জব্দ

ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” সফল করতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও অভিযান কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানের অংশ হিসেবে একদিনের টহল কার্যক্রমেই প্রায় ২০ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’ কক্সবাজার এবং কুতুবদিয়ার অদূরে নিয়মিত টহল পরিচালনা করে। টহলকালে তারা দেখতে পায় যে কিছু সংখ্যক জেলে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে ইলিশ শিকার করছে।
অবৈধ শিকারিদের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে নৌবাহিনী মোট ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। আটক ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে ক্ষতিকর ও অবৈধ ৫০টি বেহুন্দি জালসহ ইলিশ ও অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার, জাল এবং মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা বলে জানা গেছে।







