মহিলা সমাবেশে ‘ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি’- নেতাকর্মীদের উদ্দেশ্যে ফিরোজ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক
ঝিনাইদহ কালীগঞ্জের মহিলা দলের সভায় – যারা অপকর্মে লিপ্ত তাদের উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪ -৩০টায় উপজেলার হরদেবপুর গ্রামের মাঠে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এই সময় প্রায় ৫ শতাধিক নারী দলের কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজ, দুষ্কৃতিকারীরা কালীগঞ্জে বসবাস করতে পারবে না। তাদের আশ্রয় হবে ঝিনাইদহ জেলখানায়। যারা অপকর্মে জড়িত তাদের কোন ছাড় দেওয়া হবে না। অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে তার কোন ব্যত্যয় ঘটবে না ।
তিনি আরও বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই মিলেমিশে বসবাস করতে হবে। আমাদের সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে।
অনীতা রানী বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ বিভন্ন অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।