আদমদীঘিতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

বগুড়া অফিস:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্বামীর সঙ্গে অভিমান করে আছিয়া বেগম (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম সান্তাহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোড়াঘাট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আকরাম হোসেনের বড় মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে আছিয়া বেগম একই উপজেলার পশ্চিম ছাতনী গ্রামের মোঃ সাজিদ (২২), পিতা মোঃ রুবেলের সঙ্গে একা একাই বিয়ে করেন। তবে মেয়ের এই বিয়ে পরিবার থেকে মেনে নেওয়া হয়নি। বিয়ের পর চার মাস সংসার করে আছিয়া সাজিদকে তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন।
পরে তিন মাস আগে আছিয়া নওগাঁ সদর থানার আনন্দবাজার এলাকার মোঃ সজিব নামে এক যুবককে বিয়ে করেন। কিন্তু সেখানেও মাত্র দুই-তিন দিন সংসার করে সজিবকে তালাক দিয়ে পুনরায় প্রথম স্বামী সাজিদের কাছে ফিরে যান এবং সেখানে আবার সংসার শুরু করেন।
আছিয়ার বাবা মোঃ আকরাম হোসেন জানান, তার মেয়ের সঙ্গে পরিবারের সম্পর্ক তেমন ছিল না, কারণ সে একাধিকবার নিজের সিদ্ধান্তে বিয়ে করেছে। ১৭ অক্টোবর রাতে তার আত্মীয় শহিদুল ইসলাম ফোনে খবর দেন যে, আছিয়া স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে পশ্চিম ছাতনী গ্রামে সাজিদের বাড়িতে গিয়ে আছিয়ার মরদেহ ঘরের বাঁশের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকে রাতের কোনো এক সময় আছিয়া স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।