কালীগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদক
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার সময় দামোদরপুর কারামতিয়া দাখিল মাদ্রাসা মাঠে ১ দিনব্যাপি ৩ নংকোলা ইউনিয়ন ৮ নং উদ্যোগে ১ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাবেক ইউপি সদস্য জনাব আবু জাফর ইকবালের সভাপতিত্বে ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব সাইফুল ইসলাম ফিরোজ।
উক্ত ক্যাম্প অনুষ্ঠানে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ২ জন সেবিকা, নারী ও শিশু রোগ, চর্মরোগ, ডায়বেটিস, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের চাপ পরীক্ষাসহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হয়। ১দিন ব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে শত শত জনের রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ আয়োজনের মাধ্যমে শত শত অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়েছেন।এবং মানবতার এই সেবামূলক কর্মসূচি এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে গেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নুরুল ইসলাম (সাবেক ইউপি চেয়ারম্যান), উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ওয়হেদ আলী লস্কর, জবেদ আলী ৩ নং কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা রাজ্জাক মোল্লা, সাবেক যুবনেতা শাহিনুজ্জামান মাস্টার যুবনেতা জলিল রানা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড. তৌহিদুল ইসলাম সৌরভ ।