ডাকসু নির্বাচনে বাধা নেই: সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত রেখেছেন আপিল বিভাগ। চেম্বার জজ আদালতের রায় বহাল থাকবে। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই।
আজ বুধবার দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, বেলা ১১টা ১৮ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।