নাসিরনগর প্রেসক্লাবে বিএনপি নেতা শফিকুল ইসলামের মতবিনিময়

খ.ম. জায়েদ হেসেন, নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরনের লক্ষে নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া – ১( নাসির নগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: শফিকুল ইসলাম শফিক। মত বিনিময় শেষে সহযোদ্ধাদের নিয়ে তিনি গণসংযোগ এবং ৩১ দফা লিপিবদ্ধকৃত ক্যালেন্ডার ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা সদরে ।
১৮ অক্টোবর (শনিবার) বেলা ১১.০০ ঘটিকায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত নাসিরনগর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম। ৩১ দফার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে তিনি ৩১ দফাকে বাংলাদেশের অধিকার আদায়ের সংগ্রামের ক্ষেত্রে এ যুগের ম্যাগনাকার্টা হিসেবে অবিহিত করেন। তিনি বলেন,” বাংলাদেশের মানুষের সকল আশা- আখাংকার প্রতিফলন রয়েছে জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাঝে, দেশের চলমান সকল সমস্যার সমাধান হয়ে যাবে ৩১ দফা বাস্তবায়িত হলে।” মো: শফিকুল ইসলাম আরো বলেন, “ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি ব্রাহ্মনবাড়িয়া-১(নাসিরনগর) আসন থেকে বিএনপি আমাকে মনোনীত করে, তবে আমার জন্মভূমি নাসিরনগরে জন্য উন্নয়নমূলক কাজ করে সারা দেশের মধ্যে নাসিরনগরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো আমি।
“একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে, দল কেন আপনাকে মনোনয়ন দেবেন?
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ১৯৮৪ সাল থেকে ছাত্র দলের রাজনীতিতে প্রবেশ করে, বিভিন্ন ছড়াই- উত্রাই পেরিয়ে অদ্যাবধি রাজনৈতিক মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। কোন অশনিসংকেত আমাকে গ্রাস করতে পারেনি। তাই দল আমাকে মুল্যায়ন করবে বলে আশাবাদী।
মতবিনিময় সভায় ধরমন্ডল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালাউদ্দিন আহন্মেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: মুজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক তোফায়েল আহম্মেদ, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মঈনউদ্দিন আহম্মেদ, আইএলএসটি ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, কুন্ডা ইউনিয়ন ছাত্রদল সভাপতি নয়ন খান, হরিপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সৈয়দ মুক্তাদির, গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক ওবায়দুল হক, গোয়ালনগর ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক সারোয়ার আশরাফি, নাসিরনগর সদর ইউনিয়ন সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরাফাত চৌধুরীসহ নাসিরনগর উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবে মতবিনিময় সমাপ্ত করে মো: শফিকুল ইসলাম দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় ,বাজার, কমপ্লেক্স মসজিদ এলাকা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ এবং ৩১ দফা লিপিবদ্ধকৃত ক্যালেন্ডার ও লিফলেট বিতরণ করেছেন ।