পাঁচ বছর পর ফের সাংহাই-দিল্লি ফ্লাইট চালু করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স

রাষ্ট্র-সমর্থিত চায়না ইস্টার্ন এয়ারলাইন্স আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই-দিল্লি রুটে ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে। পাঁচ বছরের স্থগিতাদেশের পর এটি চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আবার শুরু করবে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাণিজ্য নীতির কারণে সৃষ্ট কূটনৈতিক স্থবিরতার মধ্যে এই স্থগিতাদেশ জারি ছিল। বিমান সংস্থাটির ওয়েবসাইটে এই তথ্য দেখা গেছে।
বিমান সংস্থার অনলাইন টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম শনিবার জানিয়েছে যে, সপ্তাহে তিনবার—বুধবার, শনিবার এবং রবিবার এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স সংবাদ সংস্থার পক্ষ থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সকে ইমেল করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মাসের শুরুতে ঘোষণা করেছিল যে পাঁচ বছরের স্থগিতাদেশের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হবে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন সাত বছরেরও বেশি সময় পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থার আঞ্চলিক নিরাপত্তা ব্লকের শীর্ষ সম্মেলনের জন্য চীন সফর করেন। সফরে উভয় পক্ষ বাণিজ্য সম্পর্ক উন্নত করার উপায় নিয়ে আলোচনা করে, যদিও প্রধানমন্ত্রী মোদি ভারতের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংহাই-দিল্লি ফ্লাইট সম্পর্কে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
উল্লেখ্য, ২০২০ সালে কোভিড মহামারীর সময় দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। একই বছর হিমালয় সীমান্তে মারাত্মক সংঘর্ষের ফলে দীর্ঘ সামরিক অচলাবস্থার সৃষ্টি হওয়ার পর এই ফ্লাইট আর পুনরায় চালু করা হয়নি। কয়েক দশকের মধ্যে প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সহিংসতায় চার চীনা সৈন্য এবং ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান যুদ্ধবাজ বাণিজ্য নীতির মধ্যে ভারত ও চীনের কূটনৈতিক স্থবিরতা আসে। প্রেসিডেন্ট ট্রাম্প সেপ্টেম্বরে ভারতীয় আমদানির উপর শুল্ক হার ৫০ শতাংশে উন্নীত করেন, দেশটি রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখায়। তিনি ইউরোপীয় ইউনিয়নকে চীন ও ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বানও জানিয়েছিলেন, যা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোকে চাপ দেওয়ার প্রচেষ্টার অংশ ছিল।
এদিকে, ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো আগে ঘোষণা করেছিল যে তারা কলকাতা এবং গুয়াংজুর মধ্যে দৈনিক বিরতিহীন ফ্লাইট শুরু করবে। ইন্ডিগোর ঘোষণার সময় রাষ্ট্র-সমর্থিত গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর বিমান সংস্থাগুলোকে গুয়াংজু ও দিল্লির মতো আরও সরাসরি রুট খুলতে উৎসাহিত করবে বলেও জানিয়েছিল।
সূত্র: আল জাজিরা