মসজিদে গিয়ে মুসল্লিদের মন জয় করলেন জেলা প্রশাসক গোপালগঞ্জ

গোলাম রব্বানী গোপালগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫ খ্রি.) গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব) কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের বন্দর মসজিদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং ইমামসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মসজিদের পরিবেশ, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নামাজ আদায়ের আগ মুহূর্তে জেলা প্রশাসক এক মুসল্লির সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কথা বলেন এবং তাঁর পাঞ্জাবির এলোমেলো বাটনগুলো নিজ হাতে লাগিয়ে দেন— যা উপস্থিত সবার হৃদয়ে গভীর দাগ ফেলে।

মসজিদে গিয়ে মুসল্লিদের মন জয় করলেন জেলা প্রশাসক গোপালগঞ্জ
জেলা প্রশাসকের এমন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণে মুসল্লি ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, প্রশাসনের এমন জনবান্ধব কর্মকর্তা সাধারণ মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।