শাহজালাল কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, নিহত নেই: ফায়ার সার্ভিস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং এটি আর বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় শাহজালালের ৮ নম্বর গেটের সামনে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এই তথ্য নিশ্চিত করেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কেউ নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
মহাপরিচালক জানান, আগুন লাগার খবর পেয়ে দুপুর ২টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত অগ্নিনির্বাপণের কাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর সময় এভিয়েশনের ফায়ার ফাইটিং ভেহিক্যালগুলোও সেখানে কাজ করছিল। সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, রাত ৯টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে শুধু নির্বাপণের কাজ চলছে। তিনি জানান, তাদের দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন এবং আনসার বাহিনীর কিছু সদস্যও প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারেন, তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।
তিনি আরও বলেন, আগুনের ঘটনাটি ঘটেছে আনুমানিক ৪০০ গজ বাই ৪০০ গজের মতো আমদানি কার্গো রাখার জায়গায়, যেখানে খোলা ও বদ্ধ উভয় স্থানে বিভিন্ন মালামাল রক্ষিত ছিল। আগুন নেভাতে দেরি হওয়ার কারণ হিসেবে মহাপরিচালক জানান, খোলা জায়গায় প্রচুর বাতাস থাকায় অক্সিজেনের সরবরাহ অব্যাহত ছিল, যা আগুনকে দ্রুত জ্বালাতে সহায়তা করে।
আগুনের সূত্রপাত কীভাবে হলো জানতে চাইলে তিনি বলেন, আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি মন্তব্য করেন যে, আগুন নেভানোর পাশাপাশি জিনিসপত্র বের করার কাজও চলছিল, তাই এই মুহূর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব নয়। মহাপরিচালক আশা প্রকাশ করেন, যেহেতু আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, তাই নির্বাপণের কাজ শেষ হতে আর বেশি সময় লাগবে না। উল্লেখ্য, এদিন দুপুর ২টা ৩৪ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে এই আগুনের সূত্রপাত হয়।