সিলেটে ৭১ লাখ টাকার ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান জব্দ

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহঃ) থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত ভারতীয় শাড়ির আনুমানিক বাজার মূল্য ৭১ লক্ষ ৬ হাজার টাকা বলে জানা গেছে।

কাভার্ড ভ্যান জব্দ
আজ রবিবার (১৯ অক্টোবর, ২০২৫) সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকায় শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শাহপরান (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের টু আই সি এসআই সোহেল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। শাহপরান (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্টে পাকা রাস্তায় চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-ন ১৬-১৮০৯) থামানোর সংকেত দেওয়া হয়। তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা শাড়িগুলো উদ্ধার করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৫৬ বস্তায় মোট ২,০৭১ পিস ভারতীয় শাড়ি, যার মধ্যে ১,৪৮২ পিস কাতান শাড়ি এবং ৫৮৯ পিস বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি রয়েছে। উদ্ধারকৃত ভারতীয় শাড়ির সর্বমোট আনুমানিক মূল্য ৭১,০৬,০০০/- (একাত্তর লক্ষ ছয় হাজার) টাকা।
গ্রেফতারকৃত দুজন হলেন:
১। আজির উদ্দিন (৫৫), পিতা- আনজব আলী, সাং- হরিপুর, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট। ২। মোহাম্মদ রয়েল ইসলাম (২৮), পিতা- নাসির, সাং- চর সাদিপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।
উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে শাহপরান (রহঃ) থানা পুলিশ জানিয়েছে।