1. salimsarker2015@gmail.com : Banglar24ghanta.com :
বগুড়া-২ আসনসহ ছয়টি আসন জোট নেতাদের জন্য বরাদ্দের নিশ্চয়তা বিএনপি হাইকমান্ডের - বাংলার ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
এইমাত্র পাওয়া
রায়গঞ্জে খাস পুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদিবাসীদের মানববন্ধন রাজশাহীতে আধুনিকতার ছোঁয়ায় হোটেল স্টার বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে অপহরণ বগুড়ায় করতোয়া নদী উদ্ধারে টিএমএসএস ইকোনোমিক জোনে উচ্ছেদ অভিযান বগুড়ায় সেলিম হোটেল চালুর দাবীতে মানববন্ধন বগুড়ায় অপহৃত ট্রাক চালককে উদ্ধারে গিয়ে দুই পুলিশ সদস্য আহত আটক ৩ সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় বাস মালিককে জরিমানা গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ রায়গঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বগুড়ায় সাংবাদিকদের মারধরের ঘটনায় অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
চাকরি
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করবে কমিশন রাজশাহীর সারদায় ১৬৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা প্রস্তাব চূড়ান্ত বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়া-২ আসনসহ ছয়টি আসন জোট নেতাদের জন্য বরাদ্দের নিশ্চয়তা বিএনপি হাইকমান্ডের

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
বগুড়া-২ আসনসহ ছয়টি আসন জোট নেতাদের ছাড় দিয়ে বিএনপি হাইকমান্ডের চিঠি

ডেস্ক রিপোর্ট: বিএনপির সাথে জোটগতভাবে আন্দোলনে থাকা শরীকদলগুলোকে পুরস্কৃত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আসন ছাড়ের ঘোষণা দিয়েছে বিএনপি। এরইমধ্যে দলের সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীদের জোট নেতাদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। এক চিঠিতে জোটভুক্ত নেতাদের জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে নির্বাচনী আসনের থানা, উপজেলা, পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের বিএনপি নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই চিঠির অনুলিপি জোটের সংশ্লিষ্ট শীর্ষ নেতাদেরও দিয়েছে দলটি।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের ছয় নেতাকে এ চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রবকে লক্ষ্মীপুর-৪ আসন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা-১২, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২ এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ-৫ আসনের জন্য চিঠি দেওয়া হয়েছে।

প্রতিটি চিঠিতে ওই সব আসনের থানা-উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীকে জোট নেতাদের সহায়তা করতে বলা হয়েছে। এসব চিঠির বাইরে ১২ দলীয় জোট নেতা ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে মৌখিকভাবে লক্ষ্মীপুর-১ আসনে কাজ করতে বলা হয়েছে। এ ছাড়া ওই এলাকার বিএনপি নেতাকর্মীকে এ বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জোট নেতারা জানান, এসব চিঠির মাধ্যমে তারা যাতে প্রতিবন্ধকতা ছাড়া কাজ করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নিজ নিজ এলাকায় জনসংযোগের মতো কর্মসূচি, কর্মিসভা, সাংগঠনিক সভা যাতে নির্বিঘ্নে করতে পারেন, তা নিশ্চিত করতে চিঠি দেওয়া হয়েছে। কারণ হিসেবে তারা বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে ওই নেতারা কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কোনো কোনো স্থানে বিএনপি নেতারা প্রতিদ্বন্দ্বী মনে করে তাদের কোণঠাসা করতে সব আয়োজন করেছেন। এমনকি মামলা পর্যন্ত দেওয়ার ঘটনাও রয়েছে।

এছাড়া নেতাকর্মীর ওপর হামলার ঘটনাও রয়েছে। এসব বিষয়ে বিএনপির হাইকমান্ডকে অবহিত করলে তারা এ চিঠি দিয়ে বিএনপির নেতাকর্মীকে সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে কোনো রকম বাধা না দেওয়া হয়। এসব আসনের বেশির ভাগেই ২০১৮ সালে জোটগতভাবে তারা নির্বাচন করেছিলেন। কিন্তু সেখানে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা এবার জোটকে ছাড়তে নারাজ। ফলে তারা প্রতি পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন।

নাগরিক ঐক্যের একজন নেতা জানান, তাদের দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে বগুড়া থেকে নির্বাচন করেছিলেন। ২০২৪ সালের নির্বাচনে বিএনপিসহ অন্যান্যরা জোটগত নির্বাচনে অংশ নিলে এই আসন থেকেই মান্না নির্বাচন করতেন। আগামীতেও তিনি এই আসন থেকে নির্বাচন করবেন। তবে এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না। যার কারণে ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর বিভিন্ন হত্যা মামলায় স্থানীয় নাগরিক ঐক্যের নেতাকর্মীকে ফাঁসানো হয়েছে। এ বিষয় নিয়ে মাহমুদুর রহমান মান্না বিএনপির হাইকমান্ডের সঙ্গে কথা বলেন এবং নিজের ক্ষোভ প্রকাশ করেন।

একইভাবে লক্ষ্মীপুরের রামগতি-আলেকজান্ডার এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতারা আ স ম রবের নেতাকর্মীর ওপর হামলা করে আহত করেছেন বলে জানান জেএসডি নেতাকর্মীরা। এ বিষয়েও বিএনপির হাইকমান্ডকে জানানো হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির দপ্তর থেকে ওই সব আসনের স্থানীয় বিএনপি নেতাকর্মীকে চিঠি দিয়েছে। যার অনুলিপি জোট নেতাদের দেওয়া হয়।

জেএসডি সহসভাপতি তানিয়া রব সমকালকে বলেন, তিনি নিজেও শুনেছেন এ রকম চিঠির কথা। যদিও তিনি ওই চিঠি হাতে পাননি। তবে এ ধরনের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এলাকায় কাজ করতে তাদের জন্য সুবিধা হবে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের কয়েকজন নেতা জানান, এ চিঠির মাধ্যমে জোটের কয়েক নেতাকে আসনভিত্তিক নির্বাচনে প্রাক নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিগত দিনের আন্দোলনে জোট নেতাদের ভূমিকা, তাদের ত্যাগের মূল্যায়ন হিসেবে বিএনপির পক্ষ থেকে পুরস্কারস্বরূপ এ চিঠি দেওয়া হয়েছে। এটা তাদের একটি স্বীকৃতি। এর মধ্যে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে গত বছরের ২৮ অক্টোবরের পর এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন প্রাক্কালে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

নেতারা আরও জানান, এ সময়ে রিমান্ডের নামে তাদের অকথ্য নির্যাতনও সইতে হয়েছে। জোটগত কর্মসূচি পালনে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সব সময়ে তাঁকে পছন্দ করেন। তার স্বীকৃতি হিসেবে পুরস্কারস্বরূপ এবং তাঁকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার অংশ হিসেবে কিশোরগঞ্জ-৫ আসনের চিঠি দিয়েছেন বলে জোটের একাধিক নেতা জানান। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সৈয়দ এহসানুল হুদা।

এ জোটের আরেক নেতা বিএলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকেও এ চিঠি দেওয়ার কথা ছিল। তবে আপাতত সেটা না দিয়ে তারেক রহমান তাঁকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন। এ রকমভাবে আরও বেশ কয়েকজন নেতাকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র: সমকাল।

পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী।
বাংলার ২৪ ঘন্টা © সর্বস্বত্ব সংরক্ষিত