বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ কয়েদির মৃত্যু
ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল লতিফ (৬৭) নামে একজন বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র। কারাগারে তার কয়েদি নাম্বার ছিল ৬৬৬৯/২৪।
গত ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ নভেম্বর) সকাল ৬ টার দিকে তিনি মারা যান।
বর্তমানে আব্দুল লতিফের লাশ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জেলা কারা সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হবে।