1. salimsarker2015@gmail.com : Banglar24ghanta.com :
বগুড়ায় কনস্টেবল পদে ভাইভা দিতে এসে ১৬ জন গ্রেফতার - বাংলার ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া
রায়গঞ্জে খাস পুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদিবাসীদের মানববন্ধন রাজশাহীতে আধুনিকতার ছোঁয়ায় হোটেল স্টার বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে অপহরণ বগুড়ায় করতোয়া নদী উদ্ধারে টিএমএসএস ইকোনোমিক জোনে উচ্ছেদ অভিযান বগুড়ায় সেলিম হোটেল চালুর দাবীতে মানববন্ধন বগুড়ায় অপহৃত ট্রাক চালককে উদ্ধারে গিয়ে দুই পুলিশ সদস্য আহত আটক ৩ সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় বাস মালিককে জরিমানা গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ রায়গঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বগুড়ায় সাংবাদিকদের মারধরের ঘটনায় অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
চাকরি
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করবে কমিশন রাজশাহীর সারদায় ১৬৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা প্রস্তাব চূড়ান্ত বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় কনস্টেবল পদে ভাইভা দিতে এসে ১৬ জন গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
বগুড়ায় কনস্টেবল পদে ভাইভা দিতে এসে ১৬ প্রার্থী গ্রেফতার
বগুড়ায় কনস্টেবল পদে ভাইভা দিতে এসে ১৬ প্রার্থী গ্রেফতার

ওয়াহেদ ফকির, বগুড়া:
বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাশ করার পর মৌখিক পরীক্ষা দিতে এসে ১২ চাকরি প্রার্থী ও ৪ দালালসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে৷ পুলিশ। রোববার রাতে বগুড়া পুলিশ লাইন্স থেকে ১২ জন পরিক্ষার্থী ও পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ দালালকে গ্রেফতার করা হয়। দালালদের কাছ থেকে ২ টি চেক ও ৬ টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত চাকরি প্রার্থীরা হলো, সৈকত মিয়া, জিসান ইসলাম, আব্দুল্লাহ আল রাকিব, সিয়াম সরকার , রতন মিয়া , আবিদ হাসান, হাসিবুল হাসান ফাইম , সামিউল ইসলাম সিয়াম , মেহেদী হাসান , ফজলে রাব্বী, ফুয়াদ আলী , শাহীন আলম। গ্রেফতার দালালরা হলো, বুলবুল ইসলাম , ফজলুল কবির সোহাগ, আতিকুল ইসলাম এবং রাসেল।

বগুড়া জেলা পুলিশ সুত্রে জানা গেছে, বগুড়া জেলায় ৯৯ জন পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য গত ১৪ অক্টোবর ৮০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১৭৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

গত রোববার সকাল ১০ টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে পুলিশ সুপারের কাছে মোট ১২ জনের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এসময় তাদেরকে পৃথক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং লিখিত পরীক্ষার খাতার সাথে তাদের হাতের লেখার গড়মিল পাওয়া যায়।

পরে তারা দালালদের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকায় প্রক্সি পরীক্ষা দিয়ে পাশ করার বিষয়টি স্বীকার করে। আটককৃতরা জানায় তাদেরকে লিখিত পরীক্ষায় সশরীরে অংশ নিতে হয়নি। তাদের ছবি পরিবর্তন করে দালালের সংগ্রহ করা প্রার্থী প্রক্সি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় পাশ করিয়েছেন।

ডিবি পুলিশের ইনচার্জ জানান, গ্রেফতাকৃত ১২ জন প্রার্থীর দেয়া তথ্যানুসারে রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার দালালকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২ টি চেক ও ৬ টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ লাইন্সের পরিদর্শক মামুনুল হক বাদী হয়ে গতকাল সোমবার বগুড়া সদর থানায় মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী।
বাংলার ২৪ ঘন্টা © সর্বস্বত্ব সংরক্ষিত