বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের মাটিডালি এলাকায় বিপুল (৪২) নামে আবাসিক হোটেলের এক ম্যানেজার খুন হয়েছেন। নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপড়া গ্রামের আব্দুল মজিদ ব্যাপারির ছেলে। তিনি মাটিডালি এলাকার সান সাইন নামের একটি আবাসিক হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সেনাবাহিনীতে কর্মরত এক সেনা সদস্যের সাথে বিপুল তার একমাত্র কন্যাকে বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে তার কন্যার কথিত প্রেমিক মাটিডালি এলাকার হাফিজার রহমানের ছেলে শামীম। এরপর প্রলোভন দিয়ে ফুসলিয়ে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় ওই বখাটে। এ ঘটনায় বিপুল বগুড়া সদর থানায় একটি অভিযোগ দেন।
পরে পুলিশ অপহৃত মেয়েকে উদ্ধারে অভিযান চালায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে শামীম। বিপুলকে হত্যার উদ্দেশ্যে শামীম তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে সানসাইন আবাসিক হোটেলের গেটের পাশে ওঁৎ পেতে বসে থাকে। বিকেলে তিনি হোটেল থেকে বের হতেই ঘাতকরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় বিপুলের চিৎকারে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিপুল খুনের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহত বিপুলের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply