বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জেলা ছাত্রদলের সাবেক সদস্যে মোঃ রুবেল হোসেনকে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। রুবেল হোসেন শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, রুবেলের নামে ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের সাথে থেকে সাধারন ছাত্রদের উপর হামলার অভিযোগ করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে। একারনে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। পরে যাচাই বাছাই করে বুধবার বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দেয়া প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি এসআই তরিকুল ৫০ হাজার টাকা নিয়ে পরে ফেরত দিয়েছেন। এ ঘটনায় তাকে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সদস্যের অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সাবেক নেতা রুবেলকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। রুবেলের পরিবার দাবী করেছেন, রুবেলকে ছেড়ে দেয়ার কথা বলে বুধবার বিকেলে ৫০ হাজার টাকা ঘুষ নেন এসআই তরিকুল।
পরে ঘটনা জানতে পেরে বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ থানায় গেলে ঘুষের টাকা অন্যের মাধ্যমে ফেরত দিয়ে থানা থেকে সটকে পড়েন অভিযুক্ত এসআই তরিকুল ইসলাম। বিষয়টি পিপি আব্দুল বাছেদ জেলা পুলিশ সুপারকে জানালে এসআই তরিকুলকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
এ বিষয়ে পিপি আব্দুল বাছেদ বলেন, “রুবেল আমার গ্রামের বাসিন্দা। বিকেলে ঘুষ নেয়ার খবর শুনে আমি নিজেই থানায় যাই। আমাকে দেখে এসআই তরিকুল থানা থেকে সটকে পড়েন এবং ঘুষের ৫০ হাজার টাকা রুবেলের ওই আত্মীয়কে ফেরত দেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে এসআই তরিকুলকে ক্লোজ করে্রেছন।”
অভিযোগের বিষয়ে এসআই তরিকুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply