বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু ও বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিককে সস্ত্রীক গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করে র্যাব। অপরদিকে, আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী মোছা. লিপি আক্তারকে একই দিন রাত ৮ টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম ঢাকার মোহাম্মদপুর এলাকা হতে গ্রেপ্তার করে।
জানা গেছে, রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
অপরদিকে, জুলাই গণহত্যাসহ ১২টি মামলা রয়েছে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিকের বিরুদ্ধে। তার স্ত্রী লিপি আক্তারের বিরুদ্ধেও বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য।
Leave a Reply