বগুড়া প্রতিনিধি: বগুড়া কারাগারে বন্দী বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুরে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। বিকেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানো হয়।
এর আগে, গত ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
Leave a Reply