জাহাঙ্গীর আলম, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।
গত ১২ জানুয়ারি রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শেরপুর পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে এই অভিযান চালানো হয়। শেরপুর থানার এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, পাটগ্রাম থেকে লালমনিরহাট হয়ে চট্টগ্রামগামী নাভিলা স্পেশাল পরিবহনের একটি নৈশকোচের (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২-১৩৭১) যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। এ সময় আব্দুল হাকিমের পুত্র মো. মক্কা আলী (৫৫) ও মো. ইছাহাক আলীর পুত্র মো. জিয়ারুল হক (৩৫) এর কাছ থেকে মোট ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উভয়ের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী থানার দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে।
পুলিশ জানায়, মোঃ মক্কা আলীর দেহ তল্লাশি করে প্লাস্টিকের বস্তার মধ্যে খবরের কাগজে মোড়ানো ৮০ বোতল ফেন্সিডিল এবং মোঃ জিয়ারুল হকের দেহ তল্লাশি করে আরও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply