বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জমি নিয়ে প্রতারণা, চুক্তি ভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সুমাইয়া খাতুন বগুড়া সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন, যেখানে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, সুমাইয়া খাতুনের স্বামী শাহ আব্দুর রহিম (শিপলু) বগুড়া সদর থানার সূত্রাপুর মৌজার একটি সম্পত্তির মালিক। অভিযুক্ত ব্যক্তি মো. হামিদুল আলম প্রথমে এই জমিতে ৯ তলা ভবন নির্মাণের প্রস্তাব দিয়ে প্রতারণার আশ্রয় নেন। পরবর্তীতে চাতুর্যের মাধ্যমে একটি চুক্তিপত্র ও অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা দলিল তৈরি করেন। চুক্তি অনুযায়ী, শাহ আব্দুর রহিমকে ভবনের একটি নির্দিষ্ট অংশ প্রদানের কথা থাকলেও অভিযুক্তরা এই চুক্তি ভঙ্গ করেন এবং ১০ তলা ভবন নির্মাণ করেন।
এজাহারে আরও বলা হয়, ৯ম তলার ফ্ল্যাট বিক্রির ষড়যন্ত্র শুরু করলে সুমাইয়া খাতুন প্রতিবাদ জানান। এ সময় অভিযুক্ত হামিদুল আলম, তার স্ত্রী শাহজাদী আলম এবং তাদের কর্মচারী মিনহাজ সুমাইয়া খাতুনকে গালাগাল এবং হুমকি দেন।
সুমাইয়া খাতুন জানান, গত ১৮ জানুয়ারি বিকেলে তিনি ৯ম তলার একটি ফ্ল্যাট বিক্রির চেষ্টার প্রতিবাদ করলে অভিযুক্ত কর্মচারী মিনহাজ তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় হামিদুল আলম ফোনে বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় সুমাইয়া ও তার স্বামী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এজাহারে উল্লেখ করেছেন। সুমাইয়া খাতুন বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানার অফিসার ইন-চার্জের প্রতি আহ্বান জানিয়েছেন। বগুড়া সদর থানার ওসি জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply