বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি এলাকায় মঙ্গলবার (২৮ জানয়ারি) সকালে হৃদয় আকন্দ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত হৃদয় ফুলবাড়ি উত্তর পাড়ার বাসিন্দা বাবুর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন দুর্বৃত্ত হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পুরাতন লোহার ব্রিজ সংলগ্ন লয়া নদী ঘাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বগুড়া শহর ও শহরতলীতে ছিনতাই, চাঁদাবাজি, খুন, বাড়িঘর দখল ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
Leave a Reply