শামীম উদ্দিন খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর এলাকায় ফুলজোড় নদী থেকে উত্তোলিত বালু বিক্রিতে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বাধা দেয়ার প্রতিবাদে সোমবার বিকেলে সরাই হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ফুলজোড় নদীর খননকৃত বালু টেন্ডারের মাধ্যমে স্থানীয় লিটন খান ক্রয় করেন। পরবর্তীতে তিনি চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদসহ আরও কয়েকজনের কাছে বালু বিক্রি করেন। এসব বালু বিক্রি করতে গেলে স্থানীয় শামসুল হক খান তার দলবল নিয়ে ক্রেতাদের বালু নিতে বাধা দেন। এ বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো সুফল মেলেনি।
উল্টো বালু বিক্রি ঠেকাতে রবিবার সন্ধ্যায় শামসুল হক খান এর লোকজন চান্দাইকোনায় একটি বিক্ষোভ মিছিল করে। এরই প্রতিক্রিয়ায় বালু ক্রয়কারীরা সোমবার বিকেলে সরাই হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদসহ আরও অনেকে।
বর্তমানে বালু বিক্রিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের হসস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
Leave a Reply