বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলার শুভ সূচনা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, পিএম ইমরুল কায়েস, আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ এবং সহকারী কমিশনারগণসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণ শাখার চেক হস্তান্তর করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, “ভূমি সেবা সহজীকরণ ও জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভূমি উন্নয়ন কর, নামজারি, মিস কেসসহ অন্যান্য সেবার ডিজিটাল রূপান্তর ও সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নারীদের ভূমির প্রাপ্য অধিকার নিশ্চিত করতে এবং ভূমি হস্তান্তর ও বণ্টননামা প্রণয়নে সবাইকে সচেতন হতে হবে। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ এখন আইবাস (iBAS) ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হচ্ছে, যা দুর্নীতি রোধে কার্যকর ভূমিকা রাখবে।”
Leave a Reply