দুপচাঁচিয়ায় ভয়াবহ ডাকাতি: গৃহবধুকে হত্যা, লুটের মালামালসহ ৪ জন গ্রেপ্তার

ওয়াহেদ ফকির, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকায় ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতিকালে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতদল। ডাকাতি ও হত্যাকাণ্ডের এই ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে লুট হওয়া কিছু টাকা ও মোবাইল ফোন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। নিহত বিমলা পোদ্দার (৬৭) তালোড়া এলাকার মৃত রাধেশ শ্যাম পোদ্দারের কন্যা। তিনি তার দুই ভাই ও তিন বোনসহ একই বাড়িতে বসবাস করতেন। পরিবারটি চাল ও ভুসির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৭ জন মুখোশধারী ডাকাত টিনের চাল কেটে ঘরে ঢুকে। তারা ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। এরপর আলমারি, বাক্স ও আসবাবপত্র তছনছ করে নগদ দুই থেকে তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় বড় বোন বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করে তারা।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দ্রুত অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঘটনার মূল হোতা জুয়েল, আসলাম, ইমরান ও রাজু। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহত বিমলার মোবাইল ফোন ও আরও দুটি লুট হওয়া মোবাইল।
বগুড়া জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, “ঘটনাটি ছিল পরিকল্পিত ডাকাতি। আমরা দ্রুতই মূল আসামিদের ধরতে সক্ষম হয়েছি। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।