নাসিরনগরে কুন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন।

খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ কুন্ডা ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়েছে।
শুক্রবার ১৭ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় কুন্ডা চকবাজার প্রাঙ্গণে কুন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক আমীর সায়েদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম খোকন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ক্বারী লুৎফুর রহমান রমজান, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমিনুল ইসলাম কে জয় করার জন্য সকল কে কাজ করার আহবান জানান প্রতিটি ঘরে ঘরে দাওয়াত প্রদান করতে হবে।
আগামী ২৫-২৬ সালের জন্য কুন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে মোঃ মুনির হোসেন তালুকদারকে সভাপতি, মোঃ কবির আহমদকে সাধারণ সম্পাদক ও মোঃ শরিফুল ইসলাম (শরিফ)কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটির গঠন করা হয়।