গোপালগঞ্জে মহাত্মা লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসে বিশেষ স্মরণানুষ্ঠান

গোলাম রব্বানী, গোপালগঞ্জ
“সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে”, এই বাণীকে প্রতিপাদ্য করে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় মহাত্মা লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মহান সাধক লালন সাঁইজির জীবনদর্শন, মানবতাবাদ ও সহজ দর্শন আজও সমাজে সহিষ্ণুতা, সাম্য ও মানবপ্রেমের অনুপ্রেরণা জোগায়। তাঁর গান ও ভাবধারা প্রজন্ম থেকে প্রজন্মে মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ও প্রখ্যাত লালন শিল্পীবৃন্দ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। তাঁদের পরিবেশনায় লালনের গান, ভাবগীতি ও আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশিত হলে উপস্থিত দর্শক-শ্রোতারা আবেগাপ্লুত হন।