কার্গো ভিলেজের আগুন দুর্ঘটনা নয়, অর্থনৈতিক অচলের নীলনকশা: কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুনকে পরিকল্পিত বলে মনে করছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটি দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেছে, এটি কেবল দুর্ঘটনা নয়, বরং দেশের শিল্পকারখানা, আমদানি-রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচলের নীলনকশার অংশ হতে পারে।
রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়। মিজানুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত প্রায় সব পণ্যই ভস্মীভূত হয়েছে। কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোঁয়ার কারণে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থ হয়েছে।
ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, এই ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা জরুরি।
সংগঠনের পক্ষ থেকে অন্যান্য দাবির মধ্যে রয়েছে—বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি পূরণের পদক্ষেপ নেওয়া এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণাধীন গুদামটি অস্থায়ীভাবে চালু করা।