তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল বিভাগের শুনানি শুরু

বাংলার ২৪ ঘণ্টা রিপোর্ট:
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা দুটি আপিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে আজ মঙ্গলবার (২১ অক্টোবর)। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই ঐতিহাসিক শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানির প্রথম দিনে আবেদনকারীদের পক্ষে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিকের প্রতিনিধিত্ব করে বক্তব্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। তার আংশিক শুনানি শেষে আদালত আগামীকাল (২২ অক্টোবর) সকাল পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।
আগামীকাল পুনরায় শুনানি শুরু হলে পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরবেন।
এর আগে ২০১১ সালে হাইকোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী—যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল—তা বাতিল ঘোষণা করে। দীর্ঘ ১৪ বছর পর এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির পথে অগ্রসর হলো আপিল বিভাগ। নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর এই অমীমাংসিত আপিলগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়।
গত ২৭ আগস্ট আপিল বিভাগ এই দুটি আবেদন শুনানির জন্য গ্রহণ করে। এর ধারাবাহিকতায় আজ শুরু হলো বহুল আলোচিত এই মামলার চূড়ান্ত শুনানি।
আইন ও রাজনৈতিক অঙ্গনে এই শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ এই মামলার রায় দেশের আগামী নির্বাচনের পদ্ধতি ও সামগ্রিক রাজনৈতিক কাঠামোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।