মিরপুরে স্পিন-রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

মিরপুরের উইকেট সিরিজ শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সেই মন্থর উইকেটেই এবার আন্তর্জাতিক ওয়ানডেতে বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচে স্পিন আক্রমণকে প্রাধান্য দিয়ে ক্যারিবীয়রা শ্রীলঙ্কার ২৯ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছে।
প্রথম ম্যাচের পর বাংলাদেশ দলে নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করা হলে ওয়েস্ট ইন্ডিজও তড়িঘড়ি করে দলে নেয় স্পিনার আকিল হোসেইনকে। গতকাল রাত ২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানো এই স্পিনারকে আজ সরাসরি একাদশে নামিয়ে দেয় উইন্ডিজ। একাদশে মোট পাঁচজন স্পিনার নিয়ে নামা ক্যারিবীয়দের অভিপ্রায় ছিল স্পষ্ট—পুরোপুরি স্পিন দিয়েই বাংলাদেশকে চেপে ধরা।
উইন্ডিজ একাদশে পেসার জেডেন সিলস থাকলেও তাকে আজ এক ওভারও বোলিং দেওয়া হয়নি। শুধুমাত্র স্পিনারদের দিয়েই আক্রমণের ছক সাজানো হয়। আর তাতেই গড়া হয়ে যায় নতুন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ওয়ানডেতে স্পিনারদের দিয়ে সর্বোচ্চ ওভার করানোর কীর্তিটি এতদিন ছিল শ্রীলঙ্কার দখলে; যারা ১৯৯৬ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৪৪ ওভার স্পিন করিয়েছিল।
তবে আজ ইনিংসের ৪৫তম ওভারেই সেই ২৯ বছরের পুরোনো রেকর্ডটি ভেঙে দিয়েছে উইন্ডিজ। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ তাদের বোলিংয়ের পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে করিয়েছে। ওয়ানডে ক্রিকেট এখন ৫০ ওভারের বেশি না হওয়ায়, এই রেকর্ডটি এখন থেকে কেবল ছোঁয়াই যেতে পারে, কিন্তু ভাঙা সম্ভব নয়—এভাবেই রেকর্ডটিকে রীতিমতো অলঙ্ঘনীয় করে তুলেছে ক্যারিবীয় দলটি।