ঝিনাইদহ কালীগঞ্জে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

একরামুল ইসলাম তুষার,
কালীগঞ্জ প্রতিবেদক।
ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে প্রশাসন।
বুধবার( ২২ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক ডাঃ জিননু রাইন এবং কালীগঞ্জ পৌরসভার পরিদর্শক আলমগীর হোসেন।
অভিযানকালে বেশ কিছু মাংসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, মূল্য তালিকা না রাখা ও সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে কয়েকটি দোকানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, “জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”