ঝিনাইদহ কালীগঞ্জ বিএনপির মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার,
কালীগঞ্জ, প্রতিবেদক।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাকুলিয়া গ্রামে বাংলাদেশ বিএনপির উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক চারবারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু।
প্রধান অতিথি মুর্শিদা জামান বেল্টু তাঁর বক্তব্যে বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেজনগণেরঅধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর। তৃণমূলের নারীরাই বিএনপির শক্তি, এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মূল ভিত্তি হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ওপুনর্বাসন,সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন; জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম স্বপন; উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফুন্নু; পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান; ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, আব্দুর রইচ, আব্দুল আজিজ ও মমিন হোসেন প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, বাবলুর রশিদ, মনতাজ, আখতার হোসেন, পৌর বিএনপি নেতা সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, মিরু খা, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম মন্টু, তাইজেল ও হানেফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুব নেতা নাজমুল হোসেন, উপজেলা যুবদলের অন্যতম সংগঠক আশরাফুল ইসলাম শান্তি, পৌর বিএনপি নেতা মুক্তার হোসেন, যুব নেতা সাগর, ফরিদ, মুজাম, আলমগীর, কাঞ্চন, আব্দুর রহমান, লিটনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরাফাত রহমান কোকো ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


