বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ননদের বিরুদ্ধে স্বামীকে লুকিয়ে রাখার অভিযোগে সোমবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সোনাতলা উপজেলার উত্তর বাঁশহাটা গ্রামের হানিফা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার সাথে জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাগড়া ফকিরপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার বিয়ে হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। কিছুদিন আগে আমার স্বামীকে বঞ্চিত করে আমার দুই ননদ তাজমহল ও সেলিনা আক্তার আমার শশুরকে ভুল বুঝিয়ে শশুরের সমস্ত সম্পত্তি গোপনে লিখে নেয়।”
তিনি বলেন, “গত ১৯ জুলাই আমার দুই ননদ আমাকে ও আমার স্বামীকে আমার শশুরবাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি আমার স্বামীসহ সোনাতলায় বাবার বাড়িতে অবস্থান করি। কিন্তু ৭ সেপ্টেম্বর আমার স্বামী আমাদের কাউকে কিছু না বলে আমার বাবার বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে আমি সোনাতলা থানায় জিডি করেছি। আমার বিশ্বাস আমার দুই ননদ তাকে গোপনে কোথাও আটকে রেখেছে।”
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার স্বামীকে উদ্ধারে সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেন।
Leave a Reply