বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের কামাড়গাড়ীতে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ঐল যুবকের নাম নূর মোহাম্মদ (৩৫)। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নূর মোহাম্মদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া থাকেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়া জেলা জজ আদালত থেকে মামলায় হাজিরা দিয়ে রিক্সাযোগে শহরের জামিলনগর বাসায় ফেরার পথে পিছন থেকে তার উপর হামলা চালানো হয়। এ সময় স্থানীয় জনতা আহত নূর মোহাম্মদের বড় ভাই আব্দুল মজিদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আব্দুল মজিদকে (৪২) ঘটনাস্থল থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই দুলাল হোসেন।
আহত নূর মোহাম্মদ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার শিকার নূর মোহাম্মদের ছেলে মেহেদি হাসান বলেন, তার বাবার সাথে তার চাচাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এসব ব্যাপারে বগুড়ার আদালতে মামলা বিচারাধীন। মঙ্গলবার আদালতে মামলার হাজিরা দিয়ে রিকশাযোগে জামিলনগর ফেরার পথে কামাড়গাড়ী রেলঘুমটির কাছে পৌঁছলে তার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
Leave a Reply