বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ঢাকাগামী একটি পরিবহনে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল। শুক্রবার দিবাগত রাত পৌঁনে ২টার দিকে বগুড়া জেলার সদর থানার ঠেংগামারা এলাকায় টিএমএসএস ডেল্টাল ইউনিটের সামনের সড়কে অভিযান পরিচালনা করে র্যাব।
এসময় ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী একটি বাসে চালের বস্তায় বিশেষ কায়দায় রাখা ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় শ্রী অমল চন্দ্র (৩৫) নামে একজনকে আটক করে র্যাব। গ্রেফতারকৃত অমল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার সোলার বন্দর গ্রামের অর্জুন বিশ^াসের ছেলে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply