ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলায় ১শ’ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে (বুধবার দিবাগত রাতে) মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সারওয়ার পারভেজ এর নেতৃত্বে পুলিশের একটি দল শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালায়।
এ সময় মুরাদপুরস্থ মীর রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনের সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ মো. সাহাবুদ্দিন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক সাহাবুদ্দিন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মহেন্দ্রগাঁও গ্রামের সাহেব আলীর পুত্র। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জে ১শ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Leave a Reply