বগুড়া প্রতিনিধি: বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে জাতীয়তাবাদী দল, বিএনপির বগুড়া জেলা শাখার সভাপতিসহ বিএনপি নেতৃবৃন্দের নামে-বেনামে মানহানিকর মিথ্যা তথ্য ও উস্কানিমুলক বক্তব্য এবং অসহনীয় তথ্য প্রচার করার অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বগুড়া জেলা শাখার সকল পদ থেকে মো. লিটন শেখ বাঘাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
৮ অক্টোবর বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কারের বিষয়টি অবহিত করা হয়। এর আগে বহিষ্কৃত বাঘা জাতীয়তাবাদী শ্রমিক দল, বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। পত্রের মূল অংশ নিম্নে তুলে ধরা হলো:
“গত ২৩/০৩/২০২৪ ইং তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে দল থেকে অব্যহতি প্রদান করা হয়। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে, আপনি অতি উৎসাহিত হইয়া আওয়ামী লীগের অধিনে বিভিন্ন নির্বাচনে সরাসরি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করিয়াছেন (চিত্র সংযুক্ত)। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সহীত যুক্ত এবং দলের সঙ্গে বিশ্বাস ভঙ্গের সামিল। ইহা ছাড়াও অব্যহতি প্রাপ্ত পত্রের উত্তরে আপনি উল্লেখ করিয়াছেন যে, ভবিষ্যতে আর কোন ফেক আইডি ব্যবহার করিবেন না। কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানিতে পারিয়াছি যে, নতুন খবর নামে ফেক আইডি আপনি নিজেই ব্যবহার করেন। যার মাধ্যমে শ্রমিক দলের সভাপতি সহ নেতৃবৃন্দদের নামে বেনামে মানহানির মিথ্যা তথ্য ও উসকানি মূলক বক্তব্য এবং অসহনীয় তথ্য প্রচার করিয়া থাকেন এবং নিজেকে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে অপপ্রচার চালিয়া আসিতেছেন। বিধায় উপরোক্ত কারণগুলি পর্যালোচনা পূর্বক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল পদ/পদবী হতে আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হইল।”
Leave a Reply