থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ করতে শহীদ মিনারে শিক্ষকরা

বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির পঞ্চম দিনে শিক্ষকেরা আজ থালা-বাটি হাতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করবেন।
এ কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন।
এর আগে, শনিবার (১৮ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, আন্দোলনের মূল লক্ষ্য হলো শিক্ষকরা যে আর্থিক ও সামাজিক সুবিধা পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তা আদায় করা।