নোয়াখালীতে তারুণ্যের সমাবেশে ফখরুল ইসলাম: বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নেই

শাহাদাত হোসেন, নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করেছে নোয়াখালীর জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় বিএনপি নেতা ফখরুল ইসলাম বসুরহাট ফাজিল মাদ্রাসা সামনে তার নিজস্ব বিল্ডিংয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে সমাবেশ করেন।
তারুণ্যের সমাবেশ প্রধান অতিথি হিসেবে ছিলেন, নোয়াখালীর জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,এবং সঞ্চালনা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার আনিছুল হক, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা একরামুল হক মিলন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল বলেন,বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব তরুণ প্রজন্মের ওপরই নির্ভর করছে। সেজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যনির্ভর নেতৃত্ব গড়তে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
নোয়াখালীর জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম আরও বলেছেন,আওয়ামী লীগ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কোম্পানীগঞ্জে বিএনপির নাম ভেঙ্গে কোন চাঁদাবাজি সন্ত্রাস করবেন না। কেউ কাদের মির্জা হতে চেষ্টা করবেন না। আমাদের নেতা তারেক জিয়ার ঘোষণা।
বিএনপি নেতা ফখরুল ইসলাম বলেন, বিএনপির জেলা নেতৃবৃন্দ কি কারণে কমিটি গঠন না করে দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যার কারণে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কমিটি বিগত ৪ বছর ধরেও হচ্ছে না। এ-কারণে বিএনপির মধ্যে নেতৃত্ব শূণ্যতা দেখা দিয়েছে। কোন্দলে,কোন্দলে বিএনপি জর্জরিত।
তিনি আরও বলেন, আপনারা মনে রাখবেন, বর্তমানে কিছু কিছু নেতা চাঁদাবাজি, বালুমহল দখলের সাথে জড়িত। এমনকি জামায়াতের নেতারাও চাঁদাবাজির সাথে জড়িত। সকল তথ্য আমার কাছে আছে। সরকারের গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী ও পুলিশ থাকা সত্বেও এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, আমার কোন মিটিং এ যেন চাঁদাবাজরা না থাকে।
বিএনপি’র নেতা ফখরুল বলেন,এ অঞ্চলের মানুষ বিগত ১৭ বছরে অনুষ্ঠিত নির্বাচন গুলোতে ভোট দিতে না পারায় এখন জনগন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব হয়ে আছে। বর্তমান সময়ে কবিরহাট- কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ ভোটাররা ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।
এই নেতা আক্ষেপ করে বলেন, এ জনপদে আর কখনও সন্ত্রাসের গডফাদার মির্জার মত সন্ত্রাসীর জন্ম হতে দেয়া যাবেনা।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছে। আমরা সকল অনিয়ম,অন্যায়, অত্যাচার, অবিচার ,চাঁদাবাজি দখলবাজি,লুটতরাজ সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে যাব।
নোয়াখালী-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী ফখরুল বলেন, যারা অতিতে সন্ত্রাস লুটপাট অনিয়ম করেছে, তারা ছাড়া দেশের সকল মানুষ আজ ঐক্যবদ্ধ একটি গ্রহণযোগ্য,নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য। আমরা সরকারসহ সকলকে বলবো, তারা যেন নিরপেক্ষ থাকে। জনগণ বা ভোটাররা যেন স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারে। সন্ত্রাসী ও লুটেরা সংখ্যায় অল্প কয়েকজন। জনগণ যেহেতু ঐক্যবদ্ধ,সেহেতু এ গোষ্ঠি কিছুই করতে পারবেনা।একটি শান্তিপূর্ন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এখানে শান্তি ফেরানো সম্ভব।
তিনি বলেন,আমাদের নেতা তারেক রহমানের দলীয় নির্দেশনা মোতাবেক আমরা এগিয়ে যাব। তাঁর ঘোষনা আগামী নির্বাচন অত্যন্ত প্রতিযোগীতা ও প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে। সেখানে সহজ উপায়ে নির্বাচিত হওয়ার কারোরই সুযোগ নেই।
এই নেতা তিনি আরও বলেন, এদেশের মানুষ শান্তিপ্রিয়। অনিয়ম, অন্যায়,জুলুম,অত্যাচার পছন্দ করেনা। যারা এসব অনিয়মের সাথে জড়িত তাদের শোধরানোর সময় এখনই। এরপরও যদি অনিয়মকারীরা পরিশুদ্ধ না হয় তাহলে জনগণই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অনিয়ম বিশৃঙ্খলাকারীদের সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে বাধ্য হবে।
বিএনপি নেতা ফখরুল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নসহ চরাঞ্চলে ঘাট দখল, কৃষকের মাঠ দখল করে নানা গণবিরোধী অনিয়ম নৈরাজ্য ও জনদূর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। কাদের আশ্রয়ে-প্রশ্রয়ে থেকে চিহ্নিত দুর্বৃত্তচক্র এসব করছে,জনস্বার্থে তাদের বিরুদ্ধে প্রশাসন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তড়িৎ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
তারুণ্যের সমাবেশ অংশ নেন আগামী নির্বাচনে নোয়াখালী-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা ফখরুল ইসলাম,উপস্থিত ছিলেন,হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, গোলাম হায়দার শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,সদস্য সচিব আবুল বাশার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইন উদ্দিন, চরফকিরা ইউনিয়ন বিএনপি নেতা হাজী শাহজাহান, যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।