বগুড়ায় চুরি হওয়া ইজিবাইকসহ একজন গ্রেফতার

বগুড়া অফিস:
বগুড়ার গাবতলী উপজেলায় চুরি হওয়া ইজিবাইকসহ এক চোরকে আটক করে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচ মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকা থেকে গত শুক্রবার বিকেল ৪টার দিকে একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় শহরের নামাজগড় এলাকার মামুনুর রশিদের ছেলে ইউসুফ আলী ওরফে রুবেল (৩০) জড়িত ছিল বলে জানা গেছে। চুরির পর রুবেল তার দুই সহযোগীর সহায়তায় ইজিবাইকটি সারিয়াকান্দী উপজেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা গাবতলীর পাঁচ মাইল বাজার এলাকায় রুবেলকে আটক করে গণধোলাই দেয় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে। এ সময় চুরি হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়। তবে রুবেলের সঙ্গে থাকা অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, চোর রুবেলকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১০(১০)৩৫)। পালাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।