আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বটতলা ফাইটার বিজয়ী

মহিবউল্লাহ কিরন, বরগুনা
আমতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ (সিজন-১) এর আমতলী এ.কে স্কুল মাঠের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাড.গাজী তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা যুবদলের সভাপতি মো: জাহিদ মোল্লা,আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল আহমেদ ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক ভারপ্রাপ্ত জহিরুল ইসলাম ভিপি মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কারুজ্জামান হিরু মৃধা, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: তুহিন মৃধা সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফাইনাল খেলাটি বিকেল চারটায় শুরু হয়ে ফুল টাইম শেষে ট্রাইব্রেকারে পৌঁছায়। টাইব্রেকারে লালুয়া গাজী একাডেমীকে হারিয়ে বটতলা ফাইটার আমতলী বিজয়ী হয়। পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।







