কিশোরগঞ্জ–১ আসনে বাম জোটের সম্ভাব্য প্রার্থী আলাল মিয়া

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বাম গণতান্ত্রিক জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য আলাল মিয়া।
দীর্ঘদিন ধরে তিনি শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের নানা দাবি-দাওয়া নিয়ে রাজপথে সক্রিয় রয়েছেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে জাতীয় ও স্থানীয় ইস্যুতে আন্দোলনে অংশ নেন আলাল মিয়া। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পরপর দুবার নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও আশানুরূপ ফল পাননি। এরপরও তিনি তৃণমূল রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং বিভিন্ন সময় সামাজিক ও নাগরিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
আলাল মিয়া কিশোরগঞ্জে অটোরিকশা শ্রমিক আন্দোলন, রাস্তা সংস্কার, ব্রিজ নির্মাণ, গোবিন্দপুর কলেজ প্রতিষ্ঠা, হোসেনপুর ডিগ্রি কলেজের সরকারিকরণ, কৃষক–কৃষি রক্ষা আন্দোলন, পানি চাষিদের অধিকার, নাগরিক সদনের অতিরিক্ত ফি বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলন করেছেন। এ ছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত, কৃষকদের সার–বীজের দাম কমানো, বিনা সুদে কৃষিঋণ প্রদান এবং হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবিতে কর্মসূচি পালন করেছেন তিনি।
রাজনীতির পাশাপাশি সামাজিক কার্যক্রমেও যুক্ত আছেন আলাল মিয়া। হাসপাতালের চিকিৎসা সংকটে বিনা মূল্যে চিকিৎসা সেবা, করোনাকালীন খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ, ঈদে দরিদ্র পরিবারের মধ্যে উপহার প্রদান, হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবে খোঁজখবর নেওয়া ও রক্তদান কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি।
আলাল মিয়া এই প্রতিবেদনকে বলেন, রাজনীতি মানে ক্ষমতা নয়, এটি মানুষের সেবার দায়িত্ব। মানুষের দুঃখ–কষ্ট, কৃষকের সমস্যা, বেকার তরুণদের ভবিষ্যৎ—এই বাস্তবতা থেকেই আমার রাজনীতি শুরু। তিনি আরও বলেন, দল যদি সিদ্ধান্ত নেয়, আমি এককভাবে বা বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
বাম গণতান্ত্রিক জোটের স্থানীয় নেতারা মনে করেন, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ–১ আসনে আলাল মিয়া প্রার্থী হলে জনগণের বিকল্প রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আলাল মিয়া দীর্ঘদিন ধরে সততা, ত্যাগ ও আন্দোলননির্ভর রাজনীতি করে আসছেন। তাঁর মতো নেতার প্রার্থীতা এ অঞ্চলে বাম রাজনীতিকে আরও শক্তিশালী করতে পারে।






