গ্যাস সিলিন্ডার লিকেজে চাঁদপুরে ভয়াবহ আগুন, ৭ দোকান পুড়ে ছাই

চাঁদপুর সদর উপজেলার বাগাদি এলাকায় খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। গত ২০ অক্টোবর, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর এর সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান এবং সাকিব আলমের কম্পিউটার ও স্টেশনারি দোকান। জানা গেছে, ক্ষতিগ্রস্ত সবগুলো দোকানই টিনের তৈরি ছিল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন। ব্যবসায়ী সাকিব আলম জানান, তার দোকানের দুটি কম্পিউটার এবং একটি ফটোকপি মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। মোবাইল সার্ভিসিং দোকানের মালিক তানমুল ইসলাম জানান, আগুনে তার দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস ভস্মীভূত হয়েছে, যার ফলে দোকানে আর কিছুই অবশিষ্ট নেই।
স্থানীয় বাসিন্দা খলিল মিজি, মো. টেলু গাজী এবং সিএনজিচালক সেকান্দর গাজী জানিয়েছেন, আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে খোকন রাজার হোটেল থেকেই গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হোটেলে অনেক লোক থাকলেও আগুন দ্রুত বাড়তে থাকলে সবাই নিরাপদে বের হয়ে যান এবং আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সকাল ৮টায় তারা অগ্নিকাণ্ডের খবর পান এবং সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। তাদের তৎপরতায় মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে যে, খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অগ্নিকাণ্ডে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে।