বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটিতে যুবলীগ নেতার নাম

বগুড়া অফিস:
বগুড়ায় নবগঠিত জিয়া সাইবার ফোর্সের নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন স্থানীয় যুবলীগ নেতা নূর আলম। বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন ও আলোচনা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কে. এম. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির নির্বাহী সদস্য হিসেবে নূর আলমের নাম প্রকাশিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নূর আলম এর আগে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুবলীগের ওই সময়ের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, “নূর আলম মাঝিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন, আমি সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সৌদি আরবে আছেন। শুনেছি, তিনি এখন দল পাল্টে ফেলেছেন।”
এ বিষয়ে জিয়া সাইবার ফোর্সের বগুড়া জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিক লিটন বলেন, “নূর আলমের বিষয়ে আগে কিছু জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শাজাহানপুরের একাধিক নেতা ও সাংবাদিকদের ভাষ্যমতে, নূর আলম ছিলেন “মারদাঙ্গা” যুবলীগ নেতা। এখন তাঁর নাম জিয়া সাইবার ফোর্সের কমিটিতে আসায় অনেকে বিস্মিত হয়েছেন।
তবে নূর আলম বর্তমানে বিদেশে অবস্থান করায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।