দেশজুড়ে অগ্নিকাণ্ড: মাউশির জরুরি সতর্কতা

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে সম্ভাব্য অগ্নিদুর্ঘটনা এড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত রোববার (১৯ অক্টোবর) অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, অফিস কিংবা শ্রেণিকক্ষ ত্যাগের আগে সংশ্লিষ্ট কক্ষের সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা বাধ্যতামূলক।
এক্ষেত্রে নিজ নিজ কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করার পাশাপাশি এসি বা এয়ার কন্ডিশনারের প্লাগ খুলে রাখা নিশ্চিত করতে বলা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে অফিস ত্যাগের পূর্বে এই সকল বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালন করার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
নির্দেশনাটি সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষসহ জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির সকল আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি মিরপুরের রাসায়নিক গুদামে ১৬ জনের প্রাণহানি, চট্টগ্রামের ইপিজেড এলাকার তোয়ালে কারখানায় দীর্ঘ সময় ধরে লাগা আগুন এবং সর্বশেষ গত ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির পরই অধিদপ্তর এই জরুরি পদক্ষেপ গ্রহণ করল।