ধর্মীয় বক্তা মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বাংলার ২৪ ঘণ্টা:
সাম্প্রতিক সময়ে ধর্মীয় বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে পরকীয়া ও পারিবারিক সহিংসতার অভিযোগের আলোচনা শেষ না হতেই এবার আরেক ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী। তামান্না হাতুন নামে ওই নারী নিজেকে মুফতি কাসেমীর তৃতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন।
অভিযোগকারী নারী জানান, তার স্বামী মুফতি মামুনুর রশিদ কাসেমী ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’ (আইএমবি) নামে একটি শরিয়াহ-ভিত্তিক বিবাহ কনসালটেন্ট প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। সম্প্রতি ‘তামান্না হাতুন’ নামের একটি ফেসবুক আইডি থেকে তিনি অভিযোগ করেন যে, তাকে মৌখিক তালাক দেওয়ার পরও মুফতি কাসেমী তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, যার ফলস্বরূপ তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
ঐ নারী আরও অভিযোগ করেন যে, গর্ভবতী হওয়ার খবর জানতে পারার পরই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে মামুনুর রশিদ কাসেমী ও তার দুলাভাইয়ের প্রথম স্ত্রী তাকে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাতের জন্য চাপ দেন এবং সেটি সম্পন্ন করান বলেও দাবি করেছেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, বাচ্চা নষ্ট হওয়ার তিন দিন পরই মুফতি কাসেমী কুষ্টিয়াতে গিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেছেন, যা এখনো অনলাইনে প্রকাশ করা হয়নি।
ফেসবুক পোস্টে তামান্না হাতুন উল্লেখ করেন যে, ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’ নারীদের ঘর-সংসার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এর আড়ালে কিছু বড়লোক ব্যক্তির সঙ্গে এক বা দুই মাসের জন্য চুক্তিতে মেয়েদের বিয়ে দেওয়া হয়। এই বিষয়ে প্রশ্ন তোলায় মুফতি কাসেমীর সঙ্গে তার ঝামেলা হয় এবং একপর্যায়ে তিনি তাকে মুখে তালাক দেন।
তামান্না হাতুন গত ১৪ অক্টোবর, ২০২৫ তারিখে মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে একটি মামলা জমা দিয়েছেন বলে জানান। এদিকে, তার সৎবাবা ইমাম উদ্দিন তাকে হুমকি দিয়েছেন যে, তিনি যদি অনলাইনে তাদের বিরুদ্ধে কথা বলা অব্যাহত রাখেন, তবে তিনি তার মাকে তালাক দেবেন। এই পরিস্থিতিতে তিনি প্রশাসনকে বিস্তারিত জানাবেন বলে আশা প্রকাশ করেছেন।
এর আগে অপর ধর্মীয় বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারও তার বিরুদ্ধে পরকীয়া এবং মারধরের অভিযোগ এনেছিলেন। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য পে-কমিশন গঠন করেছে এবং এই কমিশন ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে পেশ করবে বলে জানা গেছে।