নাসিরনগরে জনবীমা পর্যালোচনা সভা ও মৃত্যুজনিত দাবীর চেক বিতরণ

খ,ম,জায়েদ হোসেন,
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ন্যাশনাল লাইফ ইনস্যুেরন্স কোম্পানী লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীক ব্রাহ্মণবাড়ীযা জেলার উদ্যােগে আজ বুধবার ২২অক্টোবর দিনব্যাপী পলিসি বিপনন উৎসব,ব্যবসা পর্যালোচনা সভা ও দাবী চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
নাসিরনগর বিকেন্দ্রীক জেলার সহকারী এরিয়া ইনচার্জ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সহকারী জোন প্রধান আকতার হোসেন ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন)পূর্বাঞ্চল জনাব হেলাল আহমেদ । বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া- ১৯ এরিয়া ইনর্চাজ মোহাম্মদ আবদুর রাজ্জাক । সভায় প্রধান অতিথি বলেছেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুেরন্স কোম্পানি গ্রাহকের বীমা দাবি পরিশোধে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুেরন্স কোম্পানি গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সব পেশার সেরা পেশা হচ্ছে বীমা। এসময় কর্মীদের সঠিক সুন্দর দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
উন্নয়ন সভায় এআরআই বাবুল মিয়া, এজিএম ওমর ফারুক ঠাকুর, এজিএম আলমচান, এজিএম খোকন সূত্রধর, এজিএম মাহমুদা বেগম, এজিএম জান্নাত আক্তার, বিএম ফোকরানুল ইসলাম, জহিরুল ইসলাম,কাউছার মিয়া, তাওহিদ ভূইঁয়াসহ ইউএম ও কালেক্টরগন উপস্থিত ছিলেন।
সভায় মৃত্যুজনিত বীমা দাবির ৬৬ হাজার টাকার চেক তার মেয়ে মাকসুদা আক্তারের নিকট হস্তান্তর করা হয়।